১৯৭২ সালের ৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আইপিজিএমআর (সংক্ষেপে পিজি) হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) কেন্দ্রীয় রক্ত সংরক্ষণাগার উদ্বোধন করতে আসেন। এটা ছিল পিজিতে বঙ্গবন্ধুর প্রথম সরকারি সফর। সেদিন পিজিতে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে বঙ্গবন্ধুর সঙ্গে উপস্থিত ছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আবদুল মালেক উকিল আর পিজির পরিচালক অধ্যাপক নুরুল ইসলাম। সেই অনুষ্ঠানে বঙ্গবন্ধু ঘোষণা দেন, প্রতিটি থানায় একটি করে হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৪১৩টি থানায় ২৫ শয্যাবিশিষ্ট ৩৫৬টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের ৮টি মেডিকেল কলেজের ছাত্রসংখ্যা ৭০০ থেকে ১ হাজার ৩০০–তে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়।