ঢাকার বারিধারা ডিওএইচএস থেকে বৃহস্পতিবার সকালে একটি কোম্পানির ১৮ জন কর্মী গাজীপুরের পূবাইলের একটি রিসোর্টে যাওয়ার উদ্দেশে বের হয়েছিলেন। কিন্তু এরপর ফোন না ধরায় এবং বিকালেও তারা সেই রিসোর্টে না পৌঁছায় স্বজন-বন্ধুরা হয়েছিলেন উদ্বিগ্ন। বিভিন্ন থানায়ও দৌড়েছিলেন কয়েকজনের স্বজন।