মুসলমানদের নিজস্ব ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে অজ্ঞতা, ইসলামের মৌলিক নির্দেশনা পালনে উদাসীনতা ও সবক্ষেত্রে দুনিয়ার স্বার্থ খোঁজার প্রতিযোগিতার কারণে মানুষের আচার-আচরণে বড় ধরনের স্খলন লক্ষ করা যাচ্ছে। তাই মুসলিম সমাজে এখন অভদ্রতা, অপরকে গালমন্দ করা, দমিয়ে রাখা, তুচ্ছ জ্ঞান করা, পরনিন্দা, গীবত, দুর্নীতি, অর্থোপার্জনে প্রতিযোগিতা, স্বার্থপরতা, সংকীর্ণতা, হিংসা, অহংকার, লোভ ইত্যাদি পরস্পরের প্রতি প্রচলিত অভ্যাসে পরিণত হয়ে গেছে। এ জাতীয় বদঅভ্যাসের লোকেরা প্রকৃত মুসলিম হিসেবে বিবেচিত হতে পারেন না।