আর মাত্র চার দিন পরেই হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দিনাজপুরের হিলির মন্দিরগুলোতে তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। শেষ মুহূর্তে প্রতিমায় রঙ ও সাজসজ্জার কাজ চলছে।
দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলিতে গত বছর করোনার কারণে ২০টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবার করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২১টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।