যুক্তরাষ্ট্রে আবারও স্কুলের ভেতর গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত চারজন। গুরুতর আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার (৬ অক্টোবর) দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে এ ঘটনা ঘটে। খবর এএফপির।
আর্লিংটনের সহকারী পুলিশপ্রধান কেভিন কোলবি জানিয়েছেন, ডালাস উপকণ্ঠে অবস্থিত টিম্বারভিউ হাইস্কুলে গুলি চালানোর ঘটনায় টিমোথি জর্জ সিম্পকিন্স নামে একজনকে গ্রেফতার করা হয়েয়েছে। স্কুল থেকে পালানোর পর সিম্পকিন্স নিজেই পুলিশের কাছে ধরা দেন।