চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ওয়ার্ডের মোট ১৫ কেন্দ্রে এবার ইভিএমে ভোট হচ্ছে।
চট্টগ্রাম নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যান। এতে করে কাউন্সিলর পদ শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওয়ার্ডে প্রায় ৩২ হাজার ভোটার রয়েছেন। নির্বাচনে মোট ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।