ভারতের উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভে গাড়ি উঠিয়ে আটজনকে হত্যার ঘটনায় দেশটির রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। এ ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্রর দিকে। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন বলে অভিযোগ কৃষকদের। প্রতিমন্ত্রীর পদ থেকে অজয় মিশ্রকে বরখাস্ত এবং তাঁর ছেলেকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।