কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নে নির্বাচন আগামী ১১ নভেম্বর। এই নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা কড়িকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউসুফপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।