মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম আনার দিনটিতেই ‘উইন্ডোজ ১১ চালিত’ কয়েকটি ল্যাপটপ দেখালো এসার। এর মধ্যে ছিল দুটি নাইট্রো ৫ গেইমিং নোটবুকও।
ধারণা করা হচ্ছে, মাইক্রোসফটের আপডেটেডে ওএসের ফলে যে পিসি হার্ডওয়্যারের ঢেউ শুরু হতে যাচ্ছে, তার সূচনা এটি। যদিও অধিকাংশ ব্যবহারকারীর রায়ই এখনও এর বিপক্ষে। বিশেষ করে, গেইমিং বেঞ্চমার্কের দিক থেকে।
এসার নিজেদের ১৫ ইঞ্চি মডেলের দাম ধরেছে সাতশ’ ৭০ ডলার। এতে রয়েছে ইলেভেনথ জেনারেশন ইনটেল কোরআই৫ প্রসেসর, আট গিগাবাইট ডিডিআর৪ মেমরি, এনভিডিয়া জিটিএক্স ১৬৫০ জিপিইউ এবং ২৫৬ গিগাবাইট এসএসডি।