বুধবার সকাল ১০টায় শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। দুপুর ১২টায় নাজমুল হাসান পাপনের বিসিবিতে আসার খবর ছড়িয়ে পড়ে। সদ্য সাবেক হওয়া ক্রিকেট বোর্ড প্রধানের বিসিবি কার্যালয়ে আসাকে কেন্দ্র করে তার শুভাকাঙ্ক্ষীরা সকাল থেকেই ভিড় জমান, তাদের গায়ে ছিল পাপনের ছবি সম্বলিত টি-শার্ট। সমর্থকদের অপেক্ষার পালা একটু দীর্ঘ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দুপুর ২টায় বিসিবিতে আসেন পাপন।
শুভাকাঙ্ক্ষীদের চাপে এদিন শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ফটকেই গাড়ি থেকে নেমে পড়তে হয় তাকে। সেখানেই পাপনকে ফুলেল শুভেচ্ছা জানান সমর্থকরা। পরে সে সব সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে বিসিবি কার্যালয়ে ঢোকেন পাপন। সমর্থকরা স্লোগানে স্লোগানে জানান, আবার বিসিবি সভাপতি পদে দেখতে চান পাপনকে। ভোট দিতে যাওয়ার সঙ্গে অবশ্য সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তিনি।