বিগত ২৯ আগস্ট প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। এই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে রানওয়ে সমুদ্রের মধ্যে সম্প্রসারণ করা হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী কিছু কথা বলেন, দেশের জন্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ‘কক্সবাজার হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমুদ্র সৈকত, পর্যটন কেন্দ্র ও অত্যন্ত আধুনিক শহর। সরকার দেশের ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে বাংলাদেশকে সারা বিশ্বের যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়। পৃথিবীতে কক্সবাজারের মতো স্যান্ডি বিচ কম আছে। সেখানে বিদেশিদের জন্য বিশেষ অঞ্চল করে দেওয়া হবে, যাতে তারা তাদের মতো করে উপভোগ করতে পারেন। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ হলে প্রাচ্য ও পাশ্চাত্যে যত বিমান যাবে, এটি হবে তাদের রিফুয়েলিং-এর জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গা।’