সাম্প্রতিক সময়ে দেশব্যাপী কিশোর অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। সংবাদমাধ্যম ও সামাজিক যোগযোগমাধ্যমে আমরা কিশোর অপরাধের ভয়ানক রূপ দেখতে পাচ্ছি। শহর-নগর, গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা- সর্বত্র কোমলমতি ছেলেমেয়েদের দৌরাত্ম্য লক্ষণীয়। যে বয়সে শিশুদের শিক্ষা অর্জন, চরিত্র গঠন ও ভবিষ্যৎ জীবনের ভিত মজবুত করার কথা, সেই বয়সে দেশের শিশুরা বিপথগামী হচ্ছে।
যে বয়সে শিশুরা সোনালি স্বপ্ন দেখে, সেই বয়সে শিশুরা অপরাধী হচ্ছে। কিন্তু কিশোর বয়সে শিশুদের মধ্যে অপরাধপ্রবণতা কেন? শিশুরা কেন অপরাধে জড়িয়ে পড়ছে? আজকের শিশু ভবিষ্যৎ প্রজন্মের কর্ণধার। রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব যাবে তাদের হাতে। কিন্তু একজন অপরাধপ্রবণ শিশু জীবনের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ। অকালেই নিঃশেষ হয় তাদের জীবন। অপরাধপ্রবণ ও আদর্শহীন শিশুরা কি পারবে একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের যোগ্য উত্তরাধিকারী হতে?