অনেকের কাছে আমি আতঙ্ক, কিন্তু সাধারণ মানুষের কাছে নয়- বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শহরের দেওভোগ এলাকায় কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
আইভী বলেন, আতঙ্কিত মানুষরা মাঝে মাঝে এমন আজগুবি কথা বলেন- স্বাস্থ্যসেবায় আইভী কিছুই করে নাই। করোনার সময় আইভী কোথায় ছিলেন? এ সময়তো আমরাই ছিলাম। যারা বলেন- তাদের অনেকে ঘরবন্দী ছিলেন। করোনার সময় মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য পানি পর্যন্ত দেয়নি কেউ। তখন আতঙ্কিত ছিল মানুষ। আতঙ্ক কাটিয়ে তোলার জন্য কাজ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।