বরিশালের মেহেন্দীগঞ্জের মেয়ে মোছা. রাবেয়া আজ মঙ্গলবার সকালে প্রবাসীকল্যাণ ভবনের উল্টো দিকে বসে ছিলেন। সৌদি আরবে তাঁর স্বামী মো. আবুল বাশারের মাদক পাচারের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড হয়েছে। ‘বিনা দোষে’ স্বামীর এই শাস্তি তিনি মানতে পারছেন না।
মোছা. রাবেয়া প্রথম আলোকে বলেন, ‘আমার লোকটা নির্দোষ। সাত মাস সে জেল খাটছে। এখন আবার ২০ বছরের জেল দিছে। আমি যে বাচ্চাটারে নিয়া কী কষ্ট করতেছি, সেইটা আল্লাহ ছাড়া কেউ জানে না।’