একদিন পর সূচক সামান্য বাড়লেও প্রধান পুঁজিবাজার ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দরপতন থামেনি, লেনদেনও কমেছে। মঙ্গলবারও আড়াইশ’র বেশি শেয়ারের দাম কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এ নিয়ে গত আট কার্যদিবস ধরে বেশির ভাগ শেয়ারের দাম কমছে। বিপরীতে বড় মূলধনি কোম্পানিগুলোর দরবৃদ্ধি সূচককে ঊর্ধ্বমুখী রেখেছে। দিনভর সূচকের ওঠানামার পর দিন শেষে সূচক সামান্য বেড়েছে।