নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আপনারা (শিক্ষকরা) শিক্ষা জাতীয়করণের জন্য বলছেন কিন্তু সরকার দায়িত্ব নিচ্ছে না। আমি বিশ্বাস করি, এ দেশ যদি কেউ বদলাতে পারে তা পারেন আপনারা (শিক্ষকরা)। আমি যদি ক্ষমতায় যাই তাহলে বাংলাদেশের শিক্ষা সর্বজনীন করব। শিক্ষা সর্বজনীন বলতে শিক্ষকদের এবং শিক্ষার সব কিছুর দায়িত্ব রাষ্ট্র নেবে।
মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।