‘শুনহ মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই’।
আমাদের জীবনের শুরুর দিকে চন্ডীদাসের এই বাণী দারুণভাবে আলোড়িত করলেও এখন আর করে না। কেউ বলতে পারেন, এটা তো হতাশার কথা হলো। মানুষ বাঁচে আশা নিয়ে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আশা নিয়েই বাঁচতে হবে। হতাশ হওয়া চলবে না। হাল ছেড়ে দেওয়া যাবে না। এসব যে বুঝি না, তা নয়।