শিক্ষক ও শিক্ষকতা

ঢাকা পোষ্ট কামরুল হাসান মামুন প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২১, ১০:২১

যাদের কাজ সমাজে সবচেয়ে বেশি ভ্যালু বা মূল্য যোগ করে তারা হলেন কৃষক। কেবল একবার ভাবুন, কৃষকরা যদি একটা মৌসুম ধর্মঘট করে আমাদের খাবার টেবিলের কী হবে? অথচ তারাই সবচেয়ে বেশি গরিব। আরেকটা শ্রেণি আছে যাদের কাজ সমাজে অদেখা মূল্য সংযোগের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তারা হলেন শিক্ষক।


একটি সমাজ কতটা সভ্য হবে সেটা শিক্ষকরাই নির্ধারণ করবেন। শিক্ষকরা যত বেশি মানসম্পন্ন হবেন দেশটা তত বেশি মানসম্পন্ন হবে। অথচ আমাদের দেশে কৃষকদের পরেই শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। এই দেশের জাতীয় গণমাধ্যম দেখলে দেখবেন, অমুক কলেজের অধ্যক্ষকে তালাবদ্ধ করে রেখেছে, ওই স্কুলের শিক্ষককে নকল ধরায় রাস্তায় মেরেছে, এমনকি মেরে ফেলার উদাহরণও আছে, শিক্ষককে কান ধরিয়ে উঠবস করানোর সংবাদও পাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us