ওমানে ঘূর্ণিঝড় 'শাহিনের' প্রভাবে ফ্লাইট উঠা-নামা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। এমন খবরে বাসা থেকে বেরিয়েও এক পর্যায়ে ফিরে যাচ্ছিলেন ক্রিকেটাররা। তবে পরে জানা যায় নির্ধারিত সময়েই হবে ফ্লাইট। সে অনুযায়ী পরে আবার বিমানবন্দরে প্রবেশ করেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তাই কোন রকম বিঘ্ন ছাড়াই যাত্রা করছে বাংলাদেশ দল। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম নিশ্চিত করেছেন রাত পৌনে এগারোটায় আগের সময় অনুযায়ীই শুরু হচ্ছে তাদের ওমান যাত্রা।
বিমান বাংলাদেশের একটি ভাড়া করা বিমানে করে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ ২১ সদস্যের দল যাবে ওমানের মাস্কাটে। সেখানে একদিনের কোয়ারেন্টিনের পর ৫ অক্টোবর থেকে শুরু হবে দলের অনুশীলন।
আজকের ফ্লাইট যাচ্ছেন ১৪ ক্রিকেটার, নির্বাচক হাবিবুল বাশার সুমন ও সাপোর্ট স্টাফের অন্যরা। গত বুধবারই সবার আগে স্ত্রীকে নিয়ে ওমানে পৌঁছে গেছেন ওপেনার লিটন দাস।