বুড়িগঙ্গা বাঁচাতে কর্তৃপক্ষ কী করছে?

ডেইলি স্টার সম্পাদকীয় প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২১, ১৬:৩৬

হাইকোর্ট যে কোনো মূল্যে নদী বাঁচানোর আদেশ দিয়েছেন এবং নদীকে 'জীবন্ত' সত্তা হিসেবে অভিহিত করেছেন। তা সত্ত্বেও, দেশে বিরামহীনভাবে নদী দখল চলছে। বুড়িগঙ্গা নদীর তীর দখলের একটি ঘটনাও আমরা জানতে পেরেছি।


গতকাল শনিবার এই সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় স্থানীয় সিন্ডিকেট আবারও ট্রাক স্ট্যান্ড, নির্মাণ সামগ্রীর ব্যবসা, মোটর ওয়ার্কশপ ইত্যাদি স্থাপনের মাধ্যমে বুড়িগঙ্গার তীর দখল করেছে।


সম্প্রতি স্থানটি পরিদর্শনের সময় আমাদের প্রতিবেদক কয়েক ডজন ট্রাক, পিকআপ ও ছোট যানবাহন নদীর তীরে পার্ক করা অবস্থায় দেখেছেন। সেখানে কাঠ, বালু, ইট ও পাথরের ব্যবসাও চলছে। এমনকি গৃহস্থালি বর্জ্যও ফেলা হচ্ছে। নদীর তীর প্রতিনিয়ত ভরাট এবং অবৈধ কাজে ব্যবহার করা হলেও, নদী দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কী করছে- আমরা তা বুঝতে পারছি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us