বাংলাদেশে উঠতি পুঁজিপতির লড়াইয়ে পরীমণিরা বলি হচ্ছে কেন?

ইত্তেফাক আবদুল গাফফার চৌধুরী প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২১, ০৮:৪৬

ঢাকায় একটা ছোটখাটো রাজনৈতিক শক্তির পরীক্ষা হয়ে গেল। হাসপাতালে রোগশয্যায় পড়েছিলাম। তাই সময় মতো বিষয়টা নিয়ে লিখতে পারিনি। শক্তি পরীক্ষাটা এবার ছিল দেশের নির্বাহী শক্তি ও মিডিয়া শক্তির মধ্যে। আমাদের মিডিয়া চিরকালের ভিকটিম, কেবল পড়ে পড়ে মার খায়, এই মিথটা কত বড় মিথ্যা তা এবার প্রমাণিত হয়েছে। মন্ত্রী দুজনকে নাকে খত দিতে হয়েছে। সাংবাদিক নেতাদের ব্যাংকের টাকার হিসাব চাওয়া থেকে পিছিয়ে যেতে হয়েছে। ইদানীংকালে দেশের সরকারের সঙ্গে শক্তি পরীক্ষায় মিডিয়ার এত বড় জয় আর কখনো চোখে পড়েনি।


বিষয়টা দেশে অশুভ পুঁজিবাদী বিকাশের ধারায় নব্য ধনীদের মাসল দেখানো। এটা পশ্চিমা জগতেও পুঁজিবাদের বিকাশের ধারায় ঘটেছে। সংবাদপত্রের স্বাধীনতার নামে অনেক সম্পাদক নির্বাহী শক্তির হুকুমে শির দিয়েছেন। এ যুদ্ধে ব্রিটেনে মিডিয়া মোগলদের কাছে সরকারকে মাথা নোয়াতে হয়েছে। ব্রিটেনেও দুই পুঁজিপতি শক্তি গ্রুপের দ্বন্দ্বে ক্রিশ্চিয়ানা কিলারের মতো অপরূপা সুন্দরী রমণী ব্যবহৃত হয়েছে। আমাদের পরীমণির ও মুনিয়ার ঘটনা তারই একটি ছোট্ট রিহার্সাল মাত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us