কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ শেষ হলে তা হবে বাংলাদেশের বিমানবন্দরগুলোর মধ্যে দীর্ঘতম। সমুদ্রের জলরাশির ওপর রানওয়ের এক প্রান্ত থাকবে। দিনরাত সাগরজল ছুঁয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে এই রানওয়েতে।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দেড় হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিঙ্গাপুর, দুবাই, হংকংয়ের মতো কক্সবাজার হবে এ অঞ্চলের এভিয়েশন হাব।
কী পরিকল্পনা করা হচ্ছে কক্সবাজারকে নিয়ে? নতুন এয়ারপোর্ট কি কক্সবাজারকে এ অঞ্চলের এভিয়েশন হাব বানাতে পারবে? আর কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে কী পরিকল্পনা করছে সরকার?