উদ্ভাবন বা আবিষ্কার বিষয়টি এখন যতটা গবেষণা বা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক, একটা সময় সেটি নিশ্চয়ই ছিল না। কারণ, ইতিহাসই আমাদের সাক্ষ্য দেয়। প্রথাগতভাবে শিক্ষিত না হয়েও বা অর্ধশিক্ষিত বা একেবারেই সাধারণ কোনো মানুষকেও আবিষ্কারের নেশা পেয়ে বসতে পারে। যেমনটা আমরা দেখি জামালপুর সদর উপজেলার ইলেকট্রিশিয়ান রাজু আহম্মেদ কৃষকদের মাঠের কাজে রোদের তাপ থেকে রেহাই দিতে বানিয়ে ফেলেছেন সোলার ফ্যান। তেমনি মানিকগঞ্জেও এক নার্সারি ব্যবসায়ী উদ্ভাবন করেছেন এমন এক টবের, যাতে গাছ লাগানো ও পরিচর্যার প্রতি মানুষকে আরও বেশি উৎসাহী করে তুলবে। ব্যতিক্রমধর্মী এ টব ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে।