বিবাহসংক্রান্ত জটিলতায় মাঠের বাইরে অস্থির সময় কাটছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়কার নিয়মিত মুখ নাসির হোসেনের। তামিমা হক তাম্মির সঙ্গে তার বিয়ে বৈধ নয় বলে জানিয়েছে পুলিশের বিশেষ তদন্তকারী শাখা পিবিআই।
এই ঝামেলার মধ্যেই মাঠ থেকে ভালো খবর পেলেন নাসির। আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশ নেয়ার জন্য শনিবার ফিটনেস পরীক্ষা (ইয়ো ইয়ো টেস্ট) দিয়েছেন ক্রিকেটাররা। যেখানে ছিলেন নাসিরও।