‘এ কোথায় এলাম?’ গাড়ি থেকে নেমে নিজেকেই প্রশ্ন করি, এদিক-ওদিক তাকাই অবাক দৃষ্টিতে। আমার সঙ্গে নেমেছে পশ্চিম কেপ বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র, কৃষ্ণাঙ্গ। সঙ্গের চালকটিও তা-ই। মনে মনে বিশ্বাস করতে কষ্ট হলো যে, মিনিট দশেক আগেও ইউরোপীয় ধাঁচে গড়া কেপটাউন শহর কেন্দ্রের মাঝখানে কফি খাচ্ছিলাম এবং মিনিট পাঁচেক আগে ইংল্যান্ডের সুনন্দ পল্লি অঞ্চলের আদলে শ্বেতাঙ্গ অধ্যুষিত আবাসিক এলাকা পেরিয়ে এসেছি। এই পরিবর্তন অবিশ্বাস্য। আমার বিহ্বল দৃষ্টিকে অনুসরণ করে একটি ছাত্র বলে ওঠে: ‘বলেছিলাম না, লাঙ্গায় নিয়ে আসব? এটা, এটাই লাঙ্গা।’