কিশোর অপরাধ আজ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অন্যতম চ্যালেঞ্জ। বাংলাদেশের শিশু আইন ২০১৩ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী যেকোনো মানুষ যখন কোনো অপরাধে লিপ্ত হয়, তখন সেই অপরাধকে কিশোর অপরাধ বলে। ‘কিশোর গ্যাং সংস্কৃতি’ কিশোর অপরাধের একটি নতুন দিক। ‘নাইন স্টার’ গ্যাংয়ের সদস্যরা তাদের প্রতিদ্বন্দ্ব্বী সংগঠন ‘ডিস্কো বয়েজ’-এর সদস্যকে ছুরিকাঘাত করার পর ২০১৭ সালের গোড়ার দিকে রাজধানীতে কিশোর গ্যাংগুলোর কার্যক্রম প্রকাশ্যে আসে।