প্রথমেই পয়সা-কড়ির বিষয়টা মাথায় নিয়ে তারপর আগাতে হবে।
সিংহভাগ চাকরিজীবী স্বপ্ন দেখেন অন্যের অনুগত হয়ে না থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠা করার। তবে স্থিতিশীল একটা উপার্জনের উৎস ছেড়ে ব্যবসার অনিশ্চয়তায় কথা চিন্তা করলে এক পা এগোয় তো দুই পা পিছিয়ে যায়।
এভাবেই একসময় অবসরের সময়টা চলে আসে। তখন আর প্রস্তুতি না থাকলেও উপায় থাকে না।
বয়স থাকতেই চাকরি ছেড়ে দেওয়া কিংবা অবসর গ্রহণের আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত।
যেগুলো সম্পন্ন করতে পারলে চাকরি ছাড়ার পর আর্থিকভাবে দিশেহারা হওয়ার সম্ভাবনা কমবে।