ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা বেষ্টনীবিহীন নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে গিয়ে সাত্তার মিয়া (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।