একটি ফেসবুক পোস্টে হেফাজত-ই-ইসলামের নেতা মামুনুল হকের সমালোচনা করার অপরাধে প্রায় সাত মাস কারাদণ্ড ভোগ করার পর অবশেষে গত মঙ্গলবার জেল থেকে বের হয়ে এসেছেন ঝুমন দাশ। এটি নিঃসন্দেহে খুশি হওয়ার মতো একটি সংবাদ। মজার ব্যাপার হচ্ছে, মামুনুল নিজেই এখন আটক আছেন এবং তার বিরুদ্ধে প্রায় ২৭টি মামলা দায়ের করা হয়েছে।
যার মধ্যে আছে সহিংসতায় ইন্ধন জোগানো, সন্ত্রাস, যানবাহনে অগ্নিসংযোগ, দোকান ভাঙচুর ইত্যাদি অভিযোগ। এমন একজন ব্যক্তি, যার বিরুদ্ধে রাষ্ট্র দুই ডজনেরও বেশি মামলা দায়ের করেছে, তার সমালোচনা করার জন্য তাহলে কেন বাংলাদেশের একজন নাগরিককে হাজতে পাঠানো হলো এবং কেনইবা তার জামিনের জন্যে ৬ মাস সময় লাগলো? কেনইবা তাকে জামিনের জন্য হাইকোর্ট পর্যন্ত আসতে হলো?