মধ্যরাত। আরিফ ও তার স্ত্রী ঘুমিয়ে আছে। তাদের ঘরে ঢোকে লিটন ও সালাউদ্দিন। এসময় আরিফের স্ত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করে লিটন। সালাউদ্দিন সে ঘটনা ভিডিও করে। আরিফের ঘুম ভেঙে গেলে সালাউদ্দিন ও লিটন পালিয়ে যায়। আর অসংলগ্ন অবস্থায় স্ত্রী ঘুমিয়ে পড়ে। সকালে দেখা যায় ঘরের সিলিংয়ে ঝুলে আছে আরিফের মরদেহ। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোটের কাশিপুর গ্রামে।
বিকেল। বাড়ির পাশে হাওরে নৌকা ভ্রমণে যান নবদম্পতি। নৌকায় তাদের এক বন্ধু ও মাঝি ছিলেন। সে সময় আরেকটি নৌকায় করে গ্রামের ৮ যুবক তাদের নৌকার গতিরোধ করে। এরপর তারা তরুণী ও তার বন্ধুকে মারধর করে আটকে রেখে তার স্ত্রীকে পাশের নৌকায় তুলে নিয়ে দলবেধে ধর্ষণ করে। এ সময় মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখা হয়। ঘটনাটি হবিগঞ্জের লাখাইয়ের।