আমার চারপাশে অসুখী মানুষের ভিড়

জাগো নিউজ ২৪ মোকাম্মেল হোসেন প্রকাশিত: ০১ অক্টোবর ২০২১, ০৯:৫২

আমার চারপাশে অসুখী মানুষের ভিড়। অসুখী কোন মুখ দেখতে ইচ্ছে করে না। আমি সবাইকে সুখী দেখতে চাই। সুখী করতে চাই। কিন্তু চাইলেই কি মানুষের সব আকাক্সক্ষা পূরণ হয়? নদীর দুই তীর যেমন চাইলেই এক হতে পারে না, তেমনি প্রবল ইচ্ছা থাকা সত্তে¡ও সবাইকে সুখী করার আশা এ জনমে আমার অপূর্ণই থেকে গেল। অপূর্ণতার যন্ত্রণা ভয়াবহ। আমি ভয়াবহ এ যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি। আজকাল নানা কিসিমের দ্রব্যসামগ্রী অদল-বদল করার বিজ্ঞাপন চোখে পড়ে। জীবনটা যদি অদল-বদল করা যেত, তবে আমি অবশ্যই ফুলের সঙ্গে আমার জীবনটা বদলে নিতাম। ফুলের জীবন ক্ষণস্থায়ী। স্বল্পকালের জীবন হলেও সবাইকে সুখী করার ক্ষমতা তার আছে। একটা কচ্ছপ নাকি তিনশ’ বছর বাঁচে। আমি কচ্ছপের আয়ু নিয়ে কী করব- যদি সে জীবনের চারপাশে অসুখী মানুষের ভিড় লেগে থাকে? কাজেই ফুলই ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us