রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কার্টের পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক এবং সুপ্রিম কোর্টের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।