ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে থেকে রিপোর্ট লেখার আগ পর্যন্ত এ সমস্যা দেখা যায়।
আগামীকাল (১ অক্টোবর) থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এর আগেই এ সমস্যা দেখা যায়। তবে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন ঢাবি অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।