ভারতে ছয়মাস থেকে তিন বছর পর্যন্ত কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ১২ তরুণী।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। জাতীয় মহিলা আইনজীবি সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামের দু’টি এনজিওর প্রতিনিধি তাদের গ্রহণে বেনাপোল রয়েছেন।