ভ্যাপসা গরমে কোথাও শান্তি মেলেনা। গরমের সাথে এই এক পাক্ষিক যুদ্ধের সময় সকলের নজর সেই এক ফ্যানের উপরেই নিবদ্ধ থাকে। গরমের একমাত্র অবলম্বন ফ্যান থেকেই যদি ঠিকমতো বাতাস না মেলে তাহলে আর মুক্তি কোথায়৷ ফ্যানের পাখায় ধুলো, ঝুল আর ময়লা জমলে বাতাস কম পাওয়া যায়। তাই নিয়মিত ফ্যান পরিষ্কার করা উচিত। এতে পাখা দেখতেও সুন্দর থাকে এবং আপনি গরমেও মনমতো বাতাস পাবেন। কিন্তু কিভাবে ফ্যান পরিষ্কার করবেন? আসুন আজ দুটি সহজ পদ্ধতি দেখে নেই।