স্পেনে আগ্নেয়গিরির ভয়ঙ্কর রূপ দেখছে লা পামা দ্বীপ। উত্তপ্ত লাভা পৌঁছে গেছে আটলান্টিক মহাসাগরে। এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়া এবং বিস্ফোরণের শঙ্কা বাড়ছে। বিবিসি জানায়, আটলান্টিক মহাসাগরের প্লেয়া নুয়েভা এলাকার পানিতে আগ্নেয়গিরির গরম লাল লাভা গিয়ে পড়ায় সেখান থেকে বাষ্পের ঘন সাদা মেঘ উড়তে দেখা যাচ্ছে।এ থেকে রাসায়নিক বিক্রিয়া ঘটে মানুষের চোখ এবং ত্বকে জ্বালাপোড়া এমনকী শ্বাস নেওয়ার সমস্যাও হতে পারে।স্পেনের ক্যানারি দ্বীপে গত ১৯ সেপ্টেম্বরে জেগে ওঠে কুমব্রে ভিয়েজা আগ্নেয়গিরি।