প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে দ্বিতীয় দিনের মতো গণটিকা কার্যক্রম চলছে। তবে এদিনও সার্ভার সমস্যার কারণে টিকা প্রত্যাশীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়ালেও এ জটিলতার কারণে টিকা ছাড়াই কেউ কেউ ফিরে গেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুর ২, মনিপুর ও আহমেদ নগরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, বুধবার দুপুর আড়াইটা থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা দিতে মানুষের লম্বা লাইন তৈরি হয়েছে। যারা নিবন্ধন করেও টিকা পাননি তাদের ও ষাটোর্ধ বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে নিবন্ধন করা ব্যক্তিদের টিকা কার্ড আনতে হচ্ছে। আর বয়স্করা কেবল জাতীয় পরিচয়পত্র থাকলে টিকা পাচ্ছেন। তবে সার্ভার জটিলতার কারণে কারও তথ্য যাচাই করতে গিয়ে না মিললে নতুন করে নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। তাই টিকা ছাড়াই হতাশ হয়ে ফিরতে হয়েছে অনেককে।