রাজধানীর অভিজাত এলাকার রাস্তায় প্রাইভেট কারের কাছ থেকে মাশুল আদায়ের বিষয়ে সমীক্ষা শুরু করেছে উত্তর সিটি করপোরেশন। গাড়িগুলো কখন, কোন রাস্তায়, কি কি কারণে নামছে তা বিশ্লেষণ করা হচ্ছে। উত্তর সিটির প্রধান নির্বাহী ইঙ্গিত দিয়েছেন, গুলশান-বনানী আর বারিধারায় যাদের একাধিক গাড়ি রয়েছে, তাদের ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে। পিক-অফ পিক হিসেবে নির্ধারণ করা হবে মাশুল।