হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। দীর্ঘ ৪২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাঁকে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বাসায় ফিরেছেন। তবে এখনও তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি।