উন্নয়নের রোল মডেল

সমকাল মো. ছাদেকুল আরেফিন (মাতিন) প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৩

সময়ের চাইতে এগিয়ে থাকা এক নেতৃত্বের নাম শেখ হাসিনা। বিগত চার দশকের সক্রিয় রাজনীতির মধ্য দিয়ে তিনি আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করেছেন। দেশকে তিনি নিয়ে চলছেন ধারাবাহিক উন্নয়নের রোডম্যাপে। তার দূরদর্শী নেতৃত্বের ফলাফল একদিকে যেমন আমাদের জাতি হিসেবে করেছে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর, তেমনি আবার এর ধারাবাহিকতায় তিনি নিজেকে নিয়ে গেছেন উচ্চতর পরিসরে যেখানে তিনি এক এবং অনন্য। যার নেতৃত্ব দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য।


কিন্তু তার আজকের এই অবস্থানে আসার পথ কুসুমাস্তীর্ণ ছিল না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বপ্টম্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সে সময় বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন এবং রাজনীতির ময়দানে এক অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ ঘটান। উল্লেখ্য যে, দেশে ফিরে আসার আগেই আওয়ামী লীগের সভাপতির গুরুভার তার কাঁধে অর্পিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us