বাংলাদেশি ছবিতে অভিনয় করবেন কৌশানী মুখোপাধ্যায়। ‘পিয়া রে’ নামের এই ছবির পরিচালক পূজন মজুমদার। ছবিতে শুটিংয়ের উদ্দেশ্যে আজ বাংলাদেশে এসেছেন কলকাতার এই অভিনেত্রী। তবে বিমান থেকে রাজধানীতে বেশিক্ষণ দেরি করেননি। ‘পিয়া রে’ নামের ছবির কাজে একেবারে শুটিংস্পট চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।