কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মানবজমিন প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় বাংলা সাহিত্যের কিংবদন্তি, দেশবরেণ্য সাহিত্যিক ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবির সমাধী চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, কবিতা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসনসহ  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন  ফুলেল শ্রদ্ধা জানান। সকালে কবির সমাধীতে শ্রদ্ধা জানাতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।পরে দোয়া মাহফিল শেষে বিকেলে সমাধী চত্বরে বন্ধুসভার আয়োজনে লেখকের জীবনী নিয়ে আলোচনা সভা ও কবিতাপাঠের আসর বসে।এদিকে, ৫ বছর পেরিয়ে গেলেও সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ আটকে পরায় দু:খ প্রকাশ করেছেন স্মৃতিচারণ করতে আসা লোকজন। সংস্কৃতি মন্ত্রণালয়ে ফাইলবন্দি হয়ে আছে কমপ্লেক্সের স্বপ্ন। কাজের কোনো অগ্রগতি না হওয়ায় দু:খ প্রকাশ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us