রাজাপুরে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় শেরে বাংলা একে ফজলুল হক প্রতিষ্ঠিত সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষা ও নানা আর্থিক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্যপরিষদ ও অভিভাবকরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান, প্রাক্তন ছাত্র নুরুল আলম বাবুল ও রাসেল খানসহ অনেকে। বক্তারা বলেন, বিদ্যালয়ের সাড়ে ৪শ’ শতাংশ জমির মধ্যে স্কুলের নামে ৩শ’ শতাংশ জমি রেকর্ড রয়েছে। বর্তমানে প্রায় ২শ’ শতাংশ জমি বেদখল রয়েছে। স্কুলের এসব জমি, দিঘি ও মাঠ উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর ও স্কুলের নানা অনিয়ম তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া এবং পূর্র্ণাঙ্গ কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের একাংশসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক আকন বলেন, বেদখলীয় জমি উদ্ধারের জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক আমি (প্রধান শিক্ষক) বাদী হয়ে গত ২০২০ সালে সহকারী জজ আদালতে মামলা দায়ের করি যাহা বিচারাধীন রয়েছে। এ ছাড়াও গত দশ বছরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কারও কাছ থেকে বেতন আদায় করা হয়নি, বা বিদ্যালয়ের অন্য কোনো খাতে অর্থ আসেনি, সেখানে আর্থিক অনিয়মের কোনো সুযোগ নেই।তিনি আরও বলেন, ইতিমধ্যে এ আর্থিক অনিয়মের  অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত শেষে আর্থিক অনিয়মের কোনো প্রমাণ মেলেনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us