ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

মানবজমিন প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যুবদলের দু’পক্ষ এবং পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে পৌর শহরের বাইরে অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সাংবাদিকসহ ১০ জন আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।জানা গেছে, কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হলে পদবঞ্চিতদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।  গতকাল সকালে বিনাউটি ইউনিয়নের অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নতুন কমিটির উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। এর আগে তারা মিছিল নিয়ে শহরে আসার ঘোষণা দিলে উত্তেজনা দেখা দেয়। তাদের প্রতিহত করতে পৌর শহরে অবস্থান নেয় যুবদলের পদবঞ্চিত নেতা ও অনুসারীরা। ওদিকে অনন্তপুর গ্রাম থেকে বের করা আনন্দ মিছিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, সময় টিভির চিত্র সাংবাদিক জুয়েলুর রহমান সহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমুকে আটক করেছে। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঁইয়া জানান, যুবদলের পদধারীরা পুলিশের কোনো অনুমতি ছাড়াই একটি মিছিল বের করে। সে কারণে পুলিশ বাধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। ওদিকে পদবঞ্চিতরা পৌর শহরে বিক্ষোভ করে কমিটি বাতিলের দাবি জানায়। তারা অবৈধভাবে কমিটি করার হোতা কবির আহমেদ ভূঁইয়ার কুশপুত্তলিকা পোড়ায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us