মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আর্য্য সংগীত সমিতির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানালেন চট্টগ্রামের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সোমবার নগরীর পুরাতন টেলিগ্রাফ রোডে আর্য্য সংগীত সমিতির সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। মেয়র বলেন, “সংগীত এমন একটি শিল্প যা শুধুমাত্র বিনোদনই নয়, যা সুর-তাল-লয়-বাণীতে হৃদয়ানুভূতিতে মন-প্রাণকে পরিশুদ্ধ করে এবং মানুষ যা কিছু মঙ্গল ও কল্যাণময় তার সংস্পর্শে প্রাণিত হয়।