নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মধ্য বাজার পশ্চিম গলিতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সুমন কুমার সাহার বাসা ও সংলগ্ন ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একই এলাকার গৌর বল্লব সাহা ও তার লোকজন। এ ঘটনায় আজ সোমবার সুমন কুমার সাহা বাদী হয়ে গৌর বল্লব সাহা, প্রভাত সাহা, প্রফুল্ল চন্দ্র সাহাসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে নেত্রকোনার দ্রুত বিচার আদালত মামলা করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, জেলার দুর্গাপুর পৌরসভার মধ্য বাজার পশ্চিম গলির বাসিন্দা সুমন কুমার সাহা পৈত্রিক সূত্রে পাওয়া ভূমিতে দীর্ঘদিন ধরে বসবাস এবং বাসার সামনে ওষুধের দোকান দিয়ে ব্যবসা চালিয়ে আসছেন।