বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভারী জেটি নির্মাণের নামে তুরাগ নদ ভরাট করে রাজধানীর গাবতলী, আমিনবাজার ও দিয়াবাড়িতে আবারও স্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে। ২০০৫ সালে গাবতলী, আমিনবাজার ও দিয়াবাড়িতে তুরাগ নদ ভরাট করে ওয়াটার ট্যাক্সি সার্ভিসের জন্য ল্যান্ডিং স্টেশন নির্মাণ করেছিল বিআইডব্লিউটিএ।
সরেজমিনে দেখা যায়, ৩টি ল্যান্ডিং স্টেশন নির্মাণের পর থেকে স্টেশনগুলোর দুই পাশে অবৈধভাবে নদী ভরাট করা হয়েছে। কোথাও সরকারিভাবে নির্মাণ করা হয়েছে ভবন। বর্তমানে ভারী জেটি নির্মাণ করা হচ্ছে ইতোপূর্বে নির্মাণ করা ল্যান্ডিং স্টেশনগুলোর আশপাশে।
পরিবেশবাদীদের মতে, নদী ভরাট করে ভবন নির্মাণের মাধ্যমে তুরাগ নদ বিষয়ে হাইকোর্টের রায়কে অমান্য করা হয়েছে। তারা নদী থেকে বিআইডব্লিউটিএসহ সব সরকারি ভবন অপসারণের দাবি জানান।