গত জুন মাসের ঘটনা। অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তারই স্ত্রী পিঙ্কি ব্যানার্জি। অভিযোগে বলা হয়, কাঞ্চন নাকি পরকীয়ায় আসক্ত। আরেক অভিনেত্রী শ্রীময়ীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানান পিঙ্কি।
এ নিয়ে প্রায় দুই মাস আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায় টালিগঞ্জে। কাঞ্চন ও পিঙ্কি একে-অপরের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আনেন। এমন দাম্পত্য কলহের মধ্যেই এক সিনেমায় দেখা গেল কাঞ্চন ও পিঙ্কিকে। তাও আবার স্বামী-স্ত্রীর ভূমিকায়!