করোনা মহামারির অভিঘাত সবচেয়ে বেশি পড়েছে দেশের শিক্ষাব্যবস্থায়। টানা প্রায় দেড় বছর সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ধীরে ধীরে স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে ক্লাসের সময় ও সংখ্যা। এরই ধারাবাহিকতায় আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। শেষ হবে ৩০ ডিসেম্বর।