সন্তানকে গ্রামের বাড়িতে রেখে সাভারে পোশাক বানিয়ে ফেরি করে কোনোরকমে দিন চলছিল পারুল বেগমের। একা জীবনে হাঁপিয়ে ওঠেন একসময়। সেই সুযোগ নিয়ে যে কেউ তাঁকে হত্যা করতে পারে, সে কথা কে জানত। আজ সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক সংবাদ সম্মেলনে খুনি কী করে শনাক্ত হলো, সে খবর জানিয়েছে।